মিরোস্লাভ পেনকভের লেখা একটি গল্পের নাম ইস্ট অফ দ্য ওয়েস্ট। এই গল্পটি ২০১১ সালে প্রকাশিত হয় এবং ২০১২ সালে বিবিসি ইন্টারন্যাশনাল শর্ট স্টোরি অ্যাওয়ার্ড জেতে। গল্পটি বুলগেরিয়া এবং সার্বিয়ার মধ্যে বিভক্ত একটি গ্রামের প্রেক্ষাপটে লেখা। গ্রামটির আগের নাম ছিল স্টারো সেলো। এই গ্রামে গল্পের কথক তার আত্মীয়স্বজনদের নিয়ে বসবাস করত। কিন্তু যুদ্ধের পরে এই গ্রামটি দুই ভাগ হয়ে যায়। একটি অংশ পড়ে বুলগেরিয়ায় এবং অন্য অংশ পড়ে সার্বিয়ায়। এর ফলে গ্রামের একটি অংশ চলে অন্য দেশে। গল্পের কথকের কাজিন ভেরা তার পরিবার নিয়ে সার্বিয়ার নাগরিক হয়ে যায়। পাঁচ বছরে একবার দুই গ্রামের মানুষ তাদের আত্মীয়স্বজনদের সাথে দেখা করার একটি সুযোগ পায়। তখন তারা বর্ডার পার করে অন্য গ্রামে আসতে পারে। এভাবেই তাদের ভেতরে প্রিয়জনের কাছে যাওয়ার একটি সুযোগ আসে। এই কাছে আসার দিনটি তাদের দুই গ্রামের মাঝে একটি উৎসবে পরিণত হয়। দিনের পর দিন দুই গ্রামের মানুষ এভাবে প্রিয় মানুষের সাথে দেখা হওয়ার অপেক্ষায় থাকে। এদিকে গল্পের কথক তার কাজিনকে পছন্দ করে সেই ছোটবেলা থেকে। তারা মাঝে মাঝে গ্রামের মাঝ দিয়ে বয়ে চলা নদী পেরি...
- Get link
- X
- Other Apps