কোন মেয়ে যদি বলে আমি পোশাক স্বাধীণতা চাই তাহলে আমাদের এক শ্রেণীর মোল্লা সমাজ এসে বলবে ন্যাংটো হওয়ার অধিকার চায়। আর যারা একটু সুশীল মোল্লা আছে তারা বলবে, তাই বলে তো আপনি শাহবাগে বিকিনি পরে যাইতে পারেন না। ব্যাস এই দুই শ্রেণী বাদ দিয়ে আপনি আর কোন শ্রেণী পাবেনই না। এদের মাথায় কেবল কেবল এই দুই ধরনের কথা বার্তাই ঘুরপাক খায়। পোশাক স্বাধীণতা মানেই হচ্ছে মেয়েতা ন্যাংটা হয়ে ঘুরতে চায় নয় বিকিনি পরে শাহবাগে যাইতে চায়। এই দুই কথা ছাড়া তাদের ব্রেনের তারে আর কোন সিগনাল ধরবেই না।
মেয়েদের পোশাক স্বাধীনতা মানে কী?
মানে হচ্ছে মেয়েরা কী পোশাক পরবে সেটা অন্য কেউ ঠিক করে দিবে না। কেউ যদি বোরকা পরতে চায় তবে সে সেটা পরবে নিজের ইচ্ছায়, কেউ যদি জিন্স সেলোয়ার কামিজ পরতে চায় সে পরবে তার নিজের ইচ্ছেয়, এখানে অন্য কেউ কথা বলবে না। আপনি বাইরে থেকে তাকে এটা ঠিক করে দিবেন না যে এই মেয়ে তুমি এই পোশাক পরতে পারবে না বা এটাই তোমাকে পরতে হবে।
কিন্তু বাঙ্গু মোল্লারা এই স্বাধীনতার চাওয়ার বিপরীতে ধরেই নিয়েছে যে তারা আসলে ন্যাংটো হইতে চায়। বাঙ্গু মাথায় নারী মানে হচ্ছে হয় পুরোপুরি বোরকায় আবৃত নয়তো বিনিকি ন্যাংটো হয়ে থাকে। এর বাইরে এরা আর কোন কিছু চিন্তাই করতে পারে না।
আচ্ছা আপনি আপনার আশে পাশে কয়টা মেয়েকে দেখেছেন অশালীন ভাবে ঘোরাফেরা করতে?
আমি ঢাকা শহরে আজকে ১৫ বছরের বেশি সময় ধরে থাকি। দিনের ভেতরে লম্বা সময় বাইরে থাকি। আগে বাসে রিক্সায় করে যেতাম এখন সাইকেলে করে যাই। লক্ষ্য লক্ষ্য মেয়েদের সাথে দেখা হয়েছে। আমি হলপ করে বলতে পারি আমি এমন একজন মেয়েকেও অশালীন পোশাকে দেখি নি। এখন আপনার চোখে যদি বোরকা ছাড়াই সকল পোশাক অশালীন মনে হয় তবে আপনার সাথে আমি তর্কে যাবো না। আপনার মত বলদের সাথে তর্ক করে এনার্জি নষ্ট করার কোন অর্থ হয় না।