অন্যের পরাজয়ে আনন্দ

 

ছবিঃ পিক্সেল

আমাদের দেশে বিপুল সংখ্যাক মানুষ ক্রিকেটে ইন্ডিয়া এবং পাকিস্তানের সমর্থক । এখানে অনেকে অনেক রকম কথা বলবেন । একটা সময়ে আমি নিজেও আসলে এই সমর্থন করা নিয়ে নানান রকম মনভাব পেষণ করতাম । তবে এখন কেন জানি এসব আমার কাছে সবই গুরুত্বহীন মনে হয় । আমার মনে হয় যে যে যার খেলা নিয়ে যা ইচ্ছে ভাবুক । সেটাতে আমার কিছুই যায় আসে না । সত্যিই এখন আর কিছুই মনে হয় না আমার । তবে একটা ব্যাপার নিয়ে আমি প্রায়ই ভাবি । বিপুল সংখ্যক মানুষ যেমন ইন্ডিয়া কিংবা পাকিস্তানকে সমর্থন করছে ঠিক তেমন নি ভাবে বিলুক সংখ্যক মানুষ ইন্ডিয়া কিংবা পাকিস্তানের পরাজয়ে খুশি হয় ! আমার কাছে এই ব্যাপারটা কেন জানি ভাল লাগে না । অবশ্য এটা আমাদের সমাজের অনেকের ভেতরেই দেখা যায় । আমরা যাদেরকে পছন্দ করি না তাদের বিপদে আমরা খুশি হই অনেক বেশি । বিশেষ করে এমন কোন মানুষের সাথে আমরা নিজেরা যাদের সাথে পারি না। তারা যখন অন্য কারো কাছে পরাজিত হয় তখন আমরা খুব খুশি হই ।


আমরা নিজেরা যদি ক্রিকেট না খেলতাম, সেই ক্ষেত্রে এই পরাজয়ে খুশির ব্যাপার টানিয়ে হয়তো কোন কথা বলার থাকতো না । কিন্তু আমরা নিজেরা যখন ক্রিকেট খেলি এবং নিজেরা ঐ দুটো টিমের সাথে পারি না জিততে সেখানে যখন অন্য কোন দলের সাথে তাদের পরাজয়ে খুশি হই তখন এটা কেবলই আমাদের মানসিক দৈন্যতার পরিচয় দেয় । আর কিছুই না ।

ব্যক্তিগত ভাবে আমি ক্রিকেট ফ্যান না । তবে নিজের দেশের খেলার খবর দেখতে ইচ্ছা জাগে মনে । একই ভাবে নিজের দেশ হারলে খারাপ লাগে । যদিও এটা এখন কমে এসেছে অনেক । ক্রিকেট থেকে মন আগে তো এমনিতেও কম ছিল এখন সেটা একেবারে তুলে নিয়ে আসার চেষ্টায় আছি । তারপরেও নিজের দেশ যখন কোন ম্যাচ জেতে তখন ভাল লাগেই । এটা আপনা আপনিই হয় । যদি নিজেদের দেশ পাকিস্তান কিংবা ভারত কে হারায় তখন ব্যাপারটা আনন্দ দেয় । কিন্তু অন্য কারো কাছে পাকিস্তান কিংবা ভারত হারে তখন আসলে কিছুই মনে হয় না । কিছুই যায় আসে না ।