জামাত-আওয়ামী ভাইভাই

 


খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা আবদুল হাই । বয়স তার ৭৮। গত আট বছর ধরে তিনি গ্রাম ছাড়া। জ্বী ঠিকই শুনেছেন, একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সৌল এজেন্ট আওয়ামীলীগের আমলে আট বছর ধরে নিজের গ্রামে যেতে পারেন নি। কারণটা হচ্ছে তিনি সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের পক্ষে রাজনীতি করতেন না। মজিবুল হকের লোকজন বেশ কয়েকবার তার বাসায় হামলা পর্যন্ত করেছেন। মামলার আসামী হয়েছেন। তাকে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছে। তিনি কিন্তু আওয়ামীলীগই করতেন। গত আট বছর তিনি নিজের গ্রামে ফিরতে পারেন নি। তাহলে একবার বুঝেন যে অন্য দলের কী অবস্থা হতে পারে।

আওয়ামীলীগের পতনের পরে এবার আবদুল হাইয়ের হয়েছিলো বুঝি নিজ গ্রামে যেতে পারবেন। কী বোকাই না তিনি ছিলেন! গতকাল দুপুরে সে যখন ঔষধ কিনতে যান তখন স্থানীয় জামায়াত কর্মী আবুল হাসেমের নেতৃত্বে ১০-১২ জন তাকে ধরে জুতার মালা পরিয়ে দেন। এবং তাকে এলাকা ছেড়ে চলে যেতে বলেন। পত্রিকা মাফিক জানতে পারলাম যে তিনি আবার গ্রামে ছেড়ে চলে গেছেন। 

এই একদিনে জামাত আর আওয়ামীলীগের বেশ মিল রয়েছে । দুই দলই আবদুল হাইকে গ্রাম ছাড়া করেছেন । একদল বাড়িতে হামলা করে আরেকদল জুতাম মালা পরিয়ে। 

মূল কথা হচ্ছে, তুমি কে সেটা দেখার দরকার নাই, তুমি দেশের জন্য কী করেছ, সেটাও দেখার দরকার নাই, যখন আামর হাতে ক্ষমতা তখন তুমি আমার বিপক্ষে কথা বলতে পারবা না। কথা বললেই তোমার খবর আছে। সবার এই একটা জায়গাতে কী চমৎকার মিল!


Comments