অভিযান

 


 বেইলিরোডের আগুনে মানুষ পুড়ে মরার পরে হঠাৎ করেই সব রেস্টুরেন্টে অভিযান শুরু হয়েছে। আমাদের কর্তাব্যক্তিদের হঠাৎ করেই মনে হয়েছে যে জনগনের নিরাপত্তার কথা এখন ভাবতে হবে। যেসব রেস্টুরেন্ট গুলোতে নিরাপত্তা নেই সেগুলো বন্ধ করে দিতে হবে। 

এখন প্রশ্ন হচ্ছে এতো দিন তারা ছিলেন কোথায়?

এতো দিন তাদের নিজেদের দায়িত্বের কথা কি মনে ছিল না?

যে ব্যাপারটা আমার মাথায় ঢুকছে না সেটা হচ্ছে যখন একটা বিল্ডিং তৈরি করা হয় তখন কি সেটা হওয়ার উপরেই তৈরি হয়? একটা বিল্ডিং যখন তৈরি হয় যখন একটা ব্যবসায়িক বিল্ডিংয়ের অনুমোদন দেওয়া হয়, তখন এই ব্যাপার গুলো দেখার দায়িত্ব কী কর্তৃপক্ষের না? 

তখন তারা সেগুলো কেন দেখে নি । এই নিরাপত্তার ব্যাপারটা এখন তোড়জোট শুরু হয়েছে, এটা তো শুরুতেই করার দরকার ছিল? এটা তো কর্তৃপক্ষের দায়িত্ব? এই দায়িত্বের অবহেলার কারণেই তো এতো গুলো মানুষ মারা গেল। এই দায় কারা নিবে? কেবল ব্যবসায়ী রা? এতে সমান ভাবে এই কর্তৃপক্ষ দায়ি? এদের তো কোন বিচার হয় না।