লোক দেখানো ধার্মিকতা


এই নাটক দুতিন বছর আগেও করা হয়েছিল । টিএসসিতে নামাজ পড়া নিয়ে । কথা হচ্ছে টিএসসি কি নামাজ পড়ার জায়গা? এখানে কেন নামাজের জন্য জায়গা বরাদ্দ রাখতে হবে? এখন আপনি যদি কাওরান বাজারের মাঝে গিয়ে বসে বলেন যে আমি এখানে কোরআন পড়ব এটাতে বাঁধা দিলে আমার ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ হবে তাহলে ব্যাপারটা কেমন হবে?

হ্যা যদি এমন হত যে টিএসসির ধারে কাছে কোন মসজিদ নেই তাহলে একটা কথা ছিল । সেখানে একদম লাগোয়া একটা মসজিদ রয়েছে তুমি সেখানে না গিয়ে টিএসসির ভেতরে তোমার নামাজ পড়তে হবে সেখানে বুঝতে হবে নামাজ পড়া তোমার আসল উদ্দেশ্য না । 

এখন আবার শুরু হয়েছে খোলা মাঠে কোরআন শেখানোর নাটক । আমাদের দেশের বেশির ভাগ ধার্মিকের ধর্ম পালন অনেকটা হাতির দাঁতের মত । হাতির দাত যেমন দেখানোর একটা আর খাওয়ার আরেকটা এদের ধর্ম পালনও অনেকটা সেই রকম । এটা নিজেদেরকে ধার্মিক প্রতিষ্ঠা করার চেয়ে নিজেকে ধার্মিক হিসাবে দেখাতে পছন্দ করে । সবাইকে বলতে পছন্দ করে দেখো আমি কত বড় ধার্মিক । আমি কত ধর্ম পালন করি । 

যদি সত্যিই কোরআন শিক্ষাই তোমার আসল উদ্দেশ্য হয়ে থাকে তাহলে দুনিয়ার এতো জায়গা থাকতে তোমাকে মাঠে যেতে কেন হবে? মসজিদ আছে, ক্লাস রুম রয়েছে, হল রুম রয়েছে ! লোক দেখানো কোরআন শিক্ষা আসলে কার জন্য? কাকে খুশি করার জন্য? আল্লাহ কে তো অবশ্যই না। এটা তো শতভাগ নিশ্চিত । 




Comments