বাংলা সাহিত্যের মান খারাপ


 বাংলা সাহিত্যের মান নিয়ে প্রায়ই দেখা যায় অনেকে বেশ চিন্তিত । এবং এই চিন্তিত লোকজনের ভেতরে একটা কমন বৈশিষ্ট্য রয়েছে।  এদের কেউই ঠিক বই পড়ে না। এরা নিজেরা বই না পড়ে বইয়ের মান সম্পর্কে কিভাবে জানি জেনে যায়। এদের মাঝে রয়েছে এক অলৌকিক ক্ষমতা রয়েছে। তারা কোন বই না পড়ে কিংবা যৎ সামান্য বই পড়েই তারা কেমন করে জানি জেনে যায় যে বর্তমান বাংলা সাহিত্যের অবশ্য খুবই খারাপ। এই টেকনিক তারা কিভাবে জানলো সেটা শেখা দরকার । বই না পড়েই তারা আসলে কিভাবে জেনে যায় ভাল বই আসলে নেই।

এদের চোখে ভাল কোন বই চোখেই পড়ে না । এদের চোখ খুজে খুজে কেবল সে সব বস্তা পচা বইয়ের দিকেই যায় । কথায় আছে রতনে রতন চেনে আর শুকরে চেনে কচু। তাদের চোখে যেখানে কচুর দিকে তাদের চোখে রতন কিভাবে পড়বে?

আপনি বাংলা সাহিত্য নিয়ে চিন্তিত ? তাহলে আমার একটা প্রশ্নের জবাব দিন তো। গত দুই এক বছরে আপনি বাংলা কয়টা বই পড়েছেন? আরও ভাল করে বললে বর্তমান সময়ের কয়জন লেখককে আপনি চেনেন? কিংবা এদের কয়জনের বই আপনি পড়েছেন? 

আমি খুব নিশ্চিত করেই জানি যে আপনারা যারা বলেন সাহিত্যের মান পড়ে গেছে যারা চিৎকার করে তাদের কেউই খুব একটা বই পড়ে না। আমার পরিচিত একজন ফেসবুকের হিরো আলমের বই বের করা নিয়ে খুব চিন্তিত । বাংলা সাহিত্য ধ্বংস হয়ে গেল বলে তার চিন্তার শেষ নেই অথচ তাকে যতদুর আমি চিনি জীবনে সে বই পড়ে নি । আমাদের এ ব্লগ পাড়ায় এই রকম বকচমকদের অভাব । এক রাম বলদ আছে যে জীবনে কোন দিন বই-ই পড়ে নি অথচ বই মেলায় বের হওয়া বই মান নিয়ে সে বড় বড় কথা বলে । 

তুই যদি বই না পড়িস, বই মেলায় বের হওয়া বইয়ের মান নিয়ে তুই কথা বলিস কিভাবে? তিন প্যারার বেশি একটা পোস্ট পড়ার যোগ্যতা নেই অথচ বই নিয়ে বড় বড় কথা । এটার সাথে আরও কিছু বয়স রাম ছাগল যুক্ত হয়েছে । এরা নিজেও বই পড়ে না, কোন কাজ কর্ম নেই , কোন আইডিয়াও নেই এদের একজন লেখক কেমন লিখছে সেই সম্পর্কে বিন্দু মাত্র ধারণা না নিয়েই সে বই সম্পর্কে এরা মন্তব্য করে দেয়। 


তার মানে কি খারাপ বই বের হচ্ছে না?

অবশ্যই বের হচ্ছে। সারা জীবনই এমন হয়ে এসেছে। ভাল বই যেমন সব সময় বের হয়েছে একই ভাবে খারাপ বই বের হচ্ছে । ঐ যে উপরে বললাম শুকরে চেনে কচু। এখন আপনাদের চোখ যায় ঐ সব সময় কচুর দিকেই । এই জন্য খারাপ বই বইয়ের দিকেই আপনাদের ফোকাস । 

আবার যারা বলে সাহিত্যের মান খারাপ। এদের কাছে জানতে চান যদি কোন বইটা আর কেন খারাপ? আপনার কাছে কেন মনে হচ্ছে কোন বইটা খারাপ? এদের পেছন দিয়ে লাল সুতা বের হয়ে যাবে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে। আর যে খারাপ বই গুলো বের হচ্ছে সেগুলো সংখ্যায় কত ভাগ?

প্রতিদিন মেলাতে কম করে হলেও ৪০টা করে নতুন বই বের হচ্ছে। এই ৪০টা বইয়ের ভেতরে আপনি কয়টা আবই পড়েছেন?

একবার হিসাব করেন ২৮ দিনে প্রতিদিন ৪০টা করে বই বের হচ্ছে । যদি দুইটা করেও ভাল বই ধরি তাহলে ৫৬টা । আরও কমিয়ে ৫০টাই ধরলাম । এক বছরে মানুষ ৫০টা বই পড়ে? উপরের যে বলদের কথা বললাম, সে তার সারা জীবনে ৫০টা তো দূরে থাকুক ৫টা বই পড়েছে কিনা সন্দেহ !  কোন একটা বইয়ের ভাল মন্দ নির্ণয় করার যোগ্যতা এই ছাগল গুলোর নেই, এরা এসেছে পুরো বাংলা সাহিত্যের মান নির্ণয় করতে ।