বাকস্বাধীনতা ও হেইট স্পিচ

 ব্যক্তিগত পছন্দের ব্যাপারটা থাকাটা স্বাভাবিক । একজন মানুষ অনেক কিছুই পছন্দ করতে যেমন পারে ঠিক তেমনি সেটা অপছন্দ করতে পারে। কিন্তু যখন সে তার এই পছন্দ দিয়েই সামগ্রিক ভাবে কোন কিছু বিচার করে তখন ব্যাপারটা হেইট স্পিচ হয়ে ওঠে । ব্যাপারটা আরো সহজ করে উদাহরণ দিলে হয়তো বোঝা যাবে । আমাদের মাঝে অনেকেই সবজি মুলা খেতে পছন্দ করেন । আমি এই সবজিটা একেবারে দুই চোখে দেখতে পারি না । কখনো খাই নি । খাওয়ার সম্ভবনাও না । এমনি এই সবজি রান্না হলে বাসায় খাওয়া থেকে দুরে থাকি । এখন আমার অপছন্দ এটা । আমি এটা নাই খেতে পারি । কিন্তু সবজি হিসাবে এটা তো খারাপ না । অনেকেই এটা পছন্দ করে । খায় । 

আমি বলতে পারি আমার মুলার সবজি একদম পছন্দ না । আমি এটা খাই না । ভাল লাগে না । এটা আমার ব্যক্তি স্বাধীনতা আমার মত প্রকাশের স্বাধীনতা । কিন্তু আমি যদি বলি, ''মুলা মানুষ খায় ? যারা মুলা খায় তারা হচ্ছে ছাগল । আমাদের এলাকায় ছাগলেও মুলা খায় না'' । এটা হচ্ছে হেইচ স্পিচ । এখানে আমি আমার অপছন্দের ব্যাপারটাকে একটা গ্লোবাল রূপ দিলাম । একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম যা সঠিক না । এটা কোন ভাবেই আমার বাক স্বাধীনতার ভেতরে পড়ে না । আমাদের কথা সব সময় এমন হতে হবে যাতে করে আমরা এই ভাবে সামগ্রিক ভাবে কোন গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন না করি । আপনি আপনার অপছন্দের কথা বলতেই পারেন । আপনার যে কোন কিছু  অপছন্দ থাকতে পারে । আপনি ব্যক্তিগত ভাবে যে কোন ধর্ম পছন্দ বা অপছন্দ করতে পারেন । কিন্তু যখনই আপনি আপনার ব্যক্তিগত পছন্দকে সামগ্রিক রূপ দিয়ে কাউকে কোন গোষ্টিকে হেয় করবেন সেটা আপনার আর বাক স্বাধীনতা থাকবে না । আপনি মুসলমান/হিন্দু/খ্রিষ্টানদের অপছন্দ করতে পারেন । এটা স্বাভাবিক । আপনার নিজের পছন্দ অপছন্দ । কিন্তু আপনি যদি বলেন মুসলমানরা টেরোরিস্ট হিন্দুরা উগ্রহবাদী তখন সেটা আর আপনার ব্যক্তিগত স্বাধীনতা থাকবে না । সেটা হেইট স্পিচ হয়ে যাবে । 


যে মেয়েটা পর্দা করে না সেই মেয়েকে আপনি অপছন্দ করেন । করতেই পারেন । স্বাভাবিক ব্যাপার । আবার অনেকেই আছে যে বোরকা পরা মেয়েদের অপছন্দ করে । এটাও স্বাভাবিক । ব্যক্তিগত পছন্দ । তারা উভয়েই এই বোরকা পরা মেয়ে কিংবা বোরকা ছাড়া মেয়েদের বিয়ে করতে অনাগ্রহী ! এখানেই কোন সমস্যা নেই । কিন্তু যখনই একজন বলবে যারা বোরকা পরে না তারা চরিত্রহীন তখনই হচ্ছে সেটা হবে হেইট স্পিচ । আবার বলবে বোরকা পরা মেয়েরা জঙ্গী তখনই সমস্যার সৃষ্টি । এসব আপনার ব্যক্তি স্বাধীনতা না এটা হেইট স্পিচ । 






Comments