এই ব্লগে আসা হয় না খুব একটা । ব্লগটা খুলেছিলাম যাতে নিয়মিত এখানে সব বেহুদা আর অদরকারি কথা বার্তা লিখতে পারি অথচ এখানে আসতেই যেন ভুলে গেলাম। আমি বেশির ভাগ সময়েই আমার ঐ গল্প ব্লগেই বেশি লেখা লেখি করি নয়তো সামুতে লিখি । এখানে লেখা হয়ে ওঠে না বলতে গিয়েই চলে । আসলে আগের মত আর লিখতে ভাল লাগে না । কোন কিছুই লিখতে ভাল লাগে না । কেন যে লাগে যেটাও আমি ঠিক জানি না । সব কিছুর উপর থেকেই আমার এক ধরনের আগ্রহ চলে গিয়েছে কিংবা যাচ্ছে । আগে যে কাজটা করতে আমি দারুন পছন্দ করতাম সেই কাজ আমি দিনের পর পর দিন না করে থাকছি । আমি ঠিক জানি না যে জীবন কোন দিকে যাচ্ছে । জীবন নিয়ে যে আমি খুব বেশি চিন্তা কোন দিন করেছি সেটা কিন্তু না । সামনেও যে করবো ব্যাপারটা সেই রকমও না । কেবল জীবনে টিকে থাকবে হবে বলেই টিকে আছি । অনেকেই বলে যে জীবনের লক্ষ্য থাকতে হবে । একটা গোল নিয়ে এগিয়ে যেতে হবে।
আমার কি কখনও এই গোল ছিল? হ্যা একটা সময়ে ছিল তবে এখন আর নেই এই গোল । এখন আমি জানি কেবল আমাকে । আমি নিজেকে ছাড়া এখন আর কিছু ভাবি না । এখন মনে হয় অন্যেরা আসলে কী ভাবে তাতে আমার কোন কিছুই যায় আসে না । অনেক তো ভাল ছেলে ভাল সন্তান হিসাবে থাকলাম । আর কত !
Comments
Post a Comment