![]() |
টুইন ক্যারোল |
কাউকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া আমাদের দেশের ড্রাইভারদের জন্য একটা সাধারণ ঘটনা । কিন্তু যদি বাইরের দেশের ঘটনা গুলো যদি দেখেন, বিশেষ করে উন্নত দেশের বেলাতে কাউকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা কম । কেন এমন হয়?
একজন ড্রাইভার যত পারদর্শী, যত দক্ষই হোক না কেন, সব কিছু ঠিক থাকার পরেও, সকল আইন সকল ট্রাফিক রুলস নিয়ম মানার পরেও দুর্ঘটনা ঘটতে পারে । এটা সবাই জানে ।
এ এমন একটা ব্যাপার যে ঘটবেই । দুর্ঘটনা এড়ানোর একমাত্র উপায় হচ্ছে কোন দিন রাস্তায় বের না হওয়া । অন্য কোন ভাবে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব না । তাই রাস্তাতে দুর্ঘটনা ঘটবে । কিন্তু যখনই দুর্ঘটনা ঘটে তারা নিজেদের গাড়ি থেকে নেমে যে আক্রান্ত হয়েছে তাকে সাহায্যের চেষ্টা করে । কোন অপরাধ না করলে পালিয়ে যায় না । অপরাধ বলতে বাইরের দেশে ড্রিংঙ্ক করে ড্রাইফ করলেই সেটা অপরাধ হিসাবে ধরা হয়। এমন অপরাধ না হলে কেউ পালিয়ে যায় না । কিন্তু আমাদের দেশে এক্সিডেন্ট হলেই সবার আগে ড্রাইভার পালিয়ে যায় । যদি কোন ভাবে গাড়ি নিয়ে না পালাতে পারে তো গাড়ি রেখেই পালিয়ে যায় !কেন এটা করে তারা?
এটার পেছনে প্রধান কারণ হচ্ছে আমাদের দেশের বর্বর এবং অসভ্য জনগন । দুর্ঘটনা ঘটলেই সবার আগে এরা হাজির হবে । গাড়ি ভাংচুর করবে এবং ড্রাইভারকে গনপিটুনী দিবে । এবং এটা নিয়ে কারো কোন ভ্রুক্ষেপ নেই । আমাদের মাঝেই অনেকে আবার এটাকে সমর্থনও করে । বলবে গনপিটুনী দিয়েছে ঠিক হয়েছে । যতদিন না এই গনপিটুনী দেওয়ার কালচার বন্ধ হবে, গাড়ি ভাংচুরের কালচার বন্ধ হবে ততদিন হিট এন্ড রানের ঘটনা বন্ধ হবে না । কোন আইন কোন নিয়ম বানিয়ে লাভ হবে না ।