![]() |
টুইন ক্যারোল |
ফুটবল ফ্যান হিসাবে আমি মৌসুমী ফ্যান বলা চলে । বছর ঘুরেও না, চার বছর পরপর খেলা দেখি । দল হিসাবে আমার পছন্দের দল নেদারল্যান্ডস । তবে ২০০৬, ২০১০ আর ২০১৪ সালের সেই ডাচদের আমি আর খুজে পাইনা এখন । দ্যা ফ্লাইয়িং ডাচম্যান আর রোবেনদের মত গতি, এখন কারোর ভেতরে দেখি না ।
তবে এই বিশ্বকাপে এখনও পর্যন্ত দুইটা খেলা দেখে মনে ভরেছে তা হচ্ছে জাপানের খেলা । প্রথমটা জার্মানিকে হারানো এবং আজকে স্পেনকে হারানো । এখনও পর্যন্ত এই দুইটা খেলা মনের ভেতরে যে উত্তেজনা সৃষ্টি করেছে তা আর কোন খেলায় হয় নি ।
Comments
Post a Comment